আসসালামু আলাইকুম , আশা করি সবাই ভাল আছেন ।
আসলে আমরা ফরেক্স ট্রেড করতে এসে সবাই লস করে হতাস হয়ে যাই । আমরা মনে করি আমাদের দিয়ে ফরেক্স ট্রেড হবে না। বিশ্বাস করেন আর নাই করেন ব্যার্থতার পরেই কিন্তু সফলতা আছে। সফলতার পরে আবার ব্যার্থতা আছে। কিন্তু সফল হতে গেলে ব্যার্থ হতেই হবে আমাদের । তাই যারা ট্রেড নিয়ে অনেক বেশি হতাশ হয়ে যান, অনেক বেশি লস করে ফেলেন তারা দয়াকরে নিজেদের শান্ত করুন। ঠান্ডা মাথায় একদম ছোট লটে ট্রেড নিন হ্যা অবশ্যই ডেমোতে ট্রেড নিবেন। ডেমোর কোন বিকল্প নেই