আপনি একজন ফরেক্স স্ক্যাল্পার হতে পারবেন?
ফরেক্স মার্কেটে অনেকেই আছে যারা স্ক্যাল্পিং পছন্দ করে আবার অনেকেই আছে যারা পছন্দ করেন না। তবে সব ট্রেডারই সুযোগ বুঝে মাঝে মাঝে স্ক্যাল্পিং করে। তবে পারফেক্ট স্ক্যাল্পার হতে হলে আপনাকে কয়েকটি বিশেষ গুনের অধিকারী হতে হবে। যেমন
১) আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে এবং মার্কেটের দ্রুত মুভমেন্ট ভালো করে বুঝতে হবে।
২) আপনাকে চার্ট এনালাইসিস এ অনেক বেশি সময় দিতে হবে
৩) আপনাকে পরিবর্তনশীল চার্টের সাথে মানিয়ে চলতে হবে এবং অনেক ধ্রুত প্রকৃতীর ট্রেডার হয়ে উঠতে হবে।
তবে আপনি যদি অধৈর্য হয়ে যান বা অল্প ট্রেডেই বেশি প্রফিটের আশা করেন তবে আপনার পক্ষে স্ক্যাল্পিং করা সম্ভব হবে। স্ক্যাল্পিং মাত্র কয়েক সেকেন্ডের ট্রেডও হতে পারে তবে আপনাকে অবশ্যই বিচক্ষন হতে হবে। ধন্যবাদ