একজন ট্রেডারের উইকেন্ড যেভাবে কাটে।
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা সবাই জানি যে, ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে। সোম থেকে শুক্র হলো আমাদের ওয়ার্কিং ডে আর শনি এবং রবিবার হচ্ছে আমাদের ছুটির দিন। আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে আমরা এই ছুটি উপভোগ করি। তবে আমরা চাইলে এই ছুটিটা ও কাজে লাগাতে পারি। সপ্তাহে যে ভুল গুলোর কারনে আমাদের যে ট্রেড গুলো লস হলো সেগুলো নিয়ে এনালাইসিস করতে পারি, মার্কেটের ট্রেন্ড লাইন গুলো ঘেটে দেখতে পারি তাহলে ক্যান্ডেলস্টিক এর আচরণ গুলো বুঝতে পারবো। নিউজগুলো এনালাইসিস করতে পারি যে কোন নিউজগুলো মার্কেটে কি কি প্রভাব ফেললো। ফরেক্স রিলেটেড কোনো ওয়েবসাইটে ঘুরে আসতে পারি। সর্বপরি নিজেকে নতুন মনে করে ফরেক্সকে শিখতে চাই এমন মনোভাব নিয়ে শিখলে অবশ্যই আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। নিজেকে অনেক বড় ট্রেডার ভাবা কখোনো ঠিক হবে । মনে রাখতে হবে "শিক্ষার কোনো শেষ নেই"। এ সময় আমরা সিনিয়র ভাইদের থেকেও পরামর্শ নিতে পারি।