ফোরামে একদিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা উচিত?
আমার জানামতে ফোরামের নিয়ম অনুসারে একদিনে পাঁচটা অথবা দশটা পোস্ট করার কথা বলা হয়েছে। কিন্তু আমি এমন অনেক ব্যক্তি কে দেখেছি যারা একদিনে দশের অধিক অর্থাৎ 20 থেকে 50 টা পর্যন্ত পোস্ট করেছে। তাই আসলে দক্ষ ও প্রবীণ ট্রেডারদের কাছে জানতে চাচ্ছি যে একদিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা উচিত এবং ফোরাম কতগুলো পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকবে।আর ফোরাম যদি সর্বোচ্চ দশটি পোষ্টের জন্য বোনাস প্রদান করে থাকে তাহলে বাকি পোস্টগুলো কি বাতিল বলে ঘোষণা করা হবে। এ বিষয়ে কারো পরিষ্কার ধারণা থাকলে অবশ্যই আমার কনফিউশন টা দূর করবেন তাহলে খুবই উপকৃত হব।