-
রোবট দিয়ে ট্রেড করি
আমি ফরেক্স মার্কেটে নতুন। আমি চাই যে ফরেক্স মার্কেট সম্পর্কে সবার ই ভালো একটা ধারনা থাকুক। সব কিছু সম্পর্কে জানা থাকুক সবার ই। আমি রোবট দিয়ে ফরেক্স ট্রেড শিখতে চাই। কেও কি রোবট দিয়ে ফরেক্স ট্রেড করেন? যদি কেও জানেন বা ট্রেড করে থাকেন তাহলে দয়াকরে আমাকে জানাবেন কি ?
ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে এমন অনেকেই আছে যারা রোবট ব্যাবহার করে ট্রেড করে। তবে এখন রোবট একটি বিজনেসে পরিনত হয়েছে দেখা যায় অল্পদিনের ট্রেডিং অভিজ্ঞতা দিয়েই অনেকে রোবট তৈরি করে বিক্রি করে। এখন ভালো রোবট খুজে পাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। যদিও আমি কখনো রোবট ব্যাবহার করিনি বা রোবট ব্যাবহার সমর্থনও করিনা। তবে আপনি রোবট দিয়ে ট্রেডিং করতে চাইল এখন অনেক সোশ্যাল সাইটেই যেমন ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি সাইটে অনেক রোবট প্রোভাইডার পাওয়া যায়। তবে রোবট ব্যাবহার না করে নিজ থেকেই ধীরে ধীরে স্কিল বৃদ্ধি করে ট্রেড করাটাই ভালো হবে বলে আমি মনে করি।
-
রোবট হলো, কোন কাজ নিজে না করে সফ্টওয়্যার দ্বারা পরিচালনা করা। ফরেক্স এ অনেক সময় আমরা সময় দিতে পারি না ফলে অনেক সময় অনেক বিষয়গুলো মিস করে থাকি বা লাভ লসের ক্ষেত্রেও না দেখার কারণে অনেক ক্ষতি হতে পারে । সেই ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক সময় সফটওয়্যারের সাহায্য নিয়ে থাকি। যা অটোমেটিক নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকে।