কোন ব্রোকার সবচেয়ে বেশি বিশ্বস্ত এবং সুযোগ-সুবিধা প্রদান করে থাকে
ফরেক্স মার্কেটে ব্রোকার এর অভাব নেই। এক এক ব্রোকারের সুযোগ-সুবিধা এক এক রকম। তবে সকল ব্রোকার বিশ্বস্ত নাও হতে পারে। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে এমন একটা ব্রোকার সিলেক্ট করা উচিত যেখানে সুযোগ-সুবিধা বেশি এবং বিশ্বস্ত। আমি মনে করি বর্তমান সময়ে এশিয়ার মধ্যে সবচেয়ে ভাল ব্রকার হলো ইন্সটাফরেক্স। ইন্সটাফরেক্স যেমন বিশ্বস্ত তেমনি এর আওতাভুক্ত ট্রেডারদের ভালো সুযোগ সুবিধা প্রদান করা হয়। ইনস্টাফরেক্স ব্রোকার এর মাধ্যমে অল্প ডিপোজিটেও ট্রেড করা যায়। তাছাড়া এখানে ফোরাম থাকায় রিয়েল ডলার ডিপোজিট না করেও ফোরামে পোষ্ট করে পোস্টিং বোনাস অর্জন করে তা মূলধন হিসেবে বিনিয়োগ করে ট্রেড করা যায়। মানি উইথড্র করার সময় ইন্সটাফরেক্স কোন চার্জ কাটে না। তাছাড়া উইথড্র করার সময় ভূল হলে তা পুনরায় এক রিটার্ন পাঠায়। এই সবকিছু বিবেচনা করে আমার কাছে ইন্সটাফরেক্সকে সবচেয়ে বিশ্বস্ত এবং বেশি সুযোগ সুবিধা প্রদানকারী ব্রোকার মনে হয়।