ফরেক্সকে আপনি একটি ভাল পেশা নাকি জাস্ট লটারী মনে করেন ???
যখন আমরা ফরেক্সের কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে, মার্কেট এ্যানালাইসিস না করে বা ফরেক্স সম্পর্কে ভালভাবে না জেনে ট্রেড করি তখন আমাদের কাছে ফরেক্সকে কিছুটা লটারীর মত বা জাস্ট একটা জুয়া খেলার মতই মনে হতে পারে। ফরেক্সের প্রথম দিকে এ্যান্ট্রি দিয়ে বসে থাকলে হয় লাভ না হয় লস এভাবে লটারীর মত হত। আসলে এটা কোন লটারী বা জুয়া খেলা নয়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক ব্যবসা। এটা ঠিক যে, যখন ফরেক্স সম্পর্কে মোটামুটি ধারণা হয় , ডেমোতে ট্রেড করে বাস্তব অভিজ্ঞতা অর্জিত হয় তখন হয়ত ভূল ভেঙ্গে যায়। তবে আমি অন্যান্য সকল চাকুরী বা পেশা বা ব্যবসার চেয়ে ফরেক্সকে একটি ভাল পেশা হিসাবে নিয়েছি। ফরেক্স ব্যবসা করে আমি চাই আমার সকল আশা বা স্বপ্ন পূরণ করতে । এটা আমার আত্মবিশ্বাস : আমি পারবো ইনশা আল্লাহ। সকলের দোয়া ও মতামত চাই । ধন্যবাদ।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297