আমি প্রায় মার্কেটের আচরণ লক্ষ্য করি।যখন একটি কারেন্সি অর্থাৎ USDCAD যদি buy তে যেতে থাকে তখন যত গুলো CAD কারেন্সি আছে সব গুল buy তে যেতে থাকে আবার যদি সেল এ যেতে থাকে তখন সব গুলো CAD সেল এ যেতে থাকে।এখন আমার প্রশ্ন এখানে দুই দেশের মুদ্রা আছে একটা USD & CAD এখন আমি কি করে বুঝবো যে CAD buy তে যাবে অথবা সেল এ যাবে?