ফরেক্স মার্কেটে কোন পেয়ারে ট্রেড করলে খুব তাড়াতাড়ি এবং বেশি লাভ করা যায় ?
আমরা সবাই জানি ফরেক্স মার্কেটে আমরা যেকোন পেয়ারে ট্রেডিং করে আমাদের কাঙ্ক্ষিত পরিমান অর্থ উপার্জন করতে পারি ।কিন্তু অনেক সময় দেখি কিছু কিছু পেয়ার খুবই কম মুভ করে আবার কিছু কিছু পেয়ার অনেক বেশি মুভ করে । আর সে কারণেই আমাদের জানা উচিত কোন পেয়ারে ট্রেড করলে হয়তো একটু কম সময়ের মধ্যে হলেও একটু ভালো পরিমাণ প্রফিট করা যাবে । আমরা যারা নতুন তারা সাধারণত ইউএসডি বেইজড পেয়ার গুলোকে ট্রেডিং করে থাকি । এর ভেতরে কিছু কিছু পেয়ারে মুভমেন্ট ভালো আর কিছু কিছু পেয়ারে মুভমেন্ট খারাপ । আমি সাধারণত ইউরো/ইউএসডি পেয়ারে ট্রেডিং করি । আপনাদের যদি কোন ভালো পেয়ার সম্পর্কে ধারণা থাকে, তাহলে জানাবেন আমরা সবাই তাহলে উপকৃত হব ।