1 Attachment(s)
ফরেক্স Rectangle chart প্যাটার্ন???
[ATTACH=CONFIG]11405[/ATTACH]
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমরা মাঝে মাঝেই এ ধরনের চার্টট প্যাটার্ন দেখতে পাই যার দ্বারা ট্রেড করলে ভালো প্রফিট করাও সম্ভব হয়। মার্কেট যখন আপট্রেন্ড বা ডাউনট্রেন্ডে থাকে তখন একটা সময় গিয়ে মার্কেট এরকম রেংটাংগেল বা রেন্জিং অবস্হায় থাকে যেখানে মুলত স্ক্যাপারদের ট্রেড করতে সুবিধা হয়। তবে আমরা যারা লং টার্ম ট্রেড করি তাদের জন্য ধৈর্য ধরে রেন্জিং এরিয়া ব্রেক না করা পর্যন্ত অপেক্ষা করা উচিত। মার্কেট যখন রেন্জিং এরিয়া ব্রেক করবে এবং রিটেস্ট করবে তখনই আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি আর এতে করে ভালো প্রফিট করাও সম্ভব হবে বলে আমি মনে করি। আমি নিজেও এখন এধরনের প্যাটার্ন দেখে ট্রেড করার চেষ্টা করে চলেছি। ধন্যবাদ