চার্ট এ্যানালাইসিস ফরেক্স ট্রেডিংয়ে কতটুকু গুরুত্বপূর্ণ ??
ফরেক্স হচ্ছে অনলাইনভিত্তিক মুদ্রা বিনিময় বাজার। মুদ্রা লেনদেনের দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বৃহত্তম বাজার। পৃথিবীর যে কোন স্থান থেকে এই মার্কেটে ট্রেড করা যায়। যারা অনলাইনের মাধ্যমে ফরেক্সে ট্রেড করে তাদের মার্কেট দেখার উপায় হচ্ছে ফরেক্স চার্ট। চার্ট একজন ট্রেডারকে ফরেক্স মার্কেটের মুদ্রা বিনিময় হার দেখতে দেয়। বর্তমানে অনেক রকমের চার্ট রয়েছে। তার মধ্যে অন্যতম হলো : লাইন চার্ট,ক্যান্ডেল স্টিক চার্ট,বার চার্ট,টিক চার্ট,হেইকিন-আশি চার্ট,কাগি চার্ট,রেনকো চার্ট,পয়েন্ট এবং ফিগার চার্ট ইত্যাদি। সবচেয়ে বেশী ব্যবহৃত হয় তিনটি চার্ট : লাইন চার্ট,ক্যান্ডেল স্টিক চার্ট এবং বার চার্ট। বিশেষ করে ক্যান্ডেলস্টিক চার্টই বেশী ব্যবহৃত হয়। এই চার্টগুলো মূলত: টেকনিক্যাল চুলসের মত। টেকনিক্যাল এ্যানালাইসিস মূলত: উক্ত চার্টগুলোর সাহায্যেই করা হয়। চার্ট এ্যানালাইসিস ফরেক্স ট্রেডিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশীর ভাগ ট্রেডাররা চার্টের সাহায্যেই ট্রেড করে ফরেক্সে বেশ ভাল করছে। আরো ভাল মতামত আশা করি । ধন্যবাদ।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297