আপনার এ্যানালাইসিস সঠিক- বুঝবেন কিভাবে ???
এ্যানালাইসিস শব্দের অর্থ বিশ্লেষণ। এটি মার্কেটের সম্ভাব্য প্রাইস মুভমেন্টের বিশ্লেষণের উপর নির্ধারিত। ট্রেড করার পূর্বে ঝুঁকি,মার্জিন ,ব্যালেন্স ভাল করে মাথায় থাকতে হবে। ফরেক্স ট্রেডিংয়ে নানা রকম এ্যানালাইসিস রয়েছে। যেমন - মার্কেট এ্যানালাইসিস (ফান্ডামেন্টাল,টেক নিক্যাল ও সেন্টিমেন্টাল), চার্ট এ্যানালাইসিস ( লাইন চার্ট,ক্যান্ডেল স্টিক চার্ট,বার চার্ট,টিক চার্ট,হেইকিন-আশি চার্ট,কাগি চার্ট,রেনকো চার্ট, পয়েন্ট ও ফিগার চার্ট ইত্যাদি), আপডেট নিউজ ইত্যাদি এ্যানালাইসিস করে ট্রেড করতে হয়। অনেক এ্যানালাইসিস করেও আমাদের বেশীর ভাগ ট্রেডাররা লস করছে। আমাদের এ্যানালাইসিসের উপর এ্যানালাইসিস করে দেখতে হবে যে কতটুকু সঠিক ছিল আমাদের এ্যানালাইসিস। আমার এ্যানালাইসিস সঠিক তখনই বুঝবো যখন দেখবো আমার এ্যানালাইসিস দ্বারা একবার নয় কয়েকবার এ্যান্ট্রি দিয়ে সফল হয়েছি। তখন সেই এ্যানালাইসিসটা অন্য বন্ধুদের কাছে শেয়ার করা উচিত। আপনাদের মতামত চাই এ বিষয়ে । ধন্যবাদ সবাইকে।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297