ফরেক্স বিজনেস হলো ফুটন্ত গোলাপের মত !!!
ফরেক্স বিজনেস হলো একটি তরতাজা ফুটন্ত গোলাপের মত। গোলাপ ফুলকে ভালবাসে না এমন কোন ব্যক্তি বিরল বরং সবাই মন থেকেই পছন্দ করে। তরতাজা ফুটন্ত গোলাপ ফুল দেখতে সুন্দর ও চমৎকার,দেখলে মনে অন্য রকম অনুভূতি তৈরী হয়। কিন্তু কেউ সেই সুন্দর গোলাপটিও যদি স্পর্শ করতে যায় বা তুলতে যায় কাটার আঘাত সহ্য করতে হয়। ফরেক্স বিজনেস তেমনি আকর্ষনীয় ও লোভনীয় ইনকামের সোর্স। প্রথম দেখাতেই ফরেক্সকে যে কেউ ভালবেসে ফেলে। ফরেক্স থেকে ভাল কিছু করতে হলে অনেক ত্যাগ,কষ্ট , লস,মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়। মনি মুক্তা থাকে সমুদ্রের তলদেশে ঝিনুকের অন্দর মহলে। সাগর সেচেই মুক্তা আনতে হয়। হতাশ এবং নেগেটিভ হওয়ার কোন কারন নেই। এই ফরেক্স দিয়েও অনেকে প্রচুর ইনকাম করছে। আল্লাহ তায়ালা বলেছেন- ”সংকীর্নতার সাথেই আছে প্রশস্ততা বা কষ্টের পরেই আছে স্বস্তি ”(সূরা আলাম নাশরহ- আয়াত ৫-৬)।সবাই জানি হয়ত : ”কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,দু:খ বিনা সুখ লাভ হয় কি মহীতে ?। ধন্যবাদ সবাইকে।
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297
:1f339: