ট্রেড করার জন্য ভাল ব্রোকার কোনটি?
এটা বেশ জটিল। আসলে যে যেই ব্রোকারের আন্ডারে ট্রেড করে থাকে সে সেই ব্রোকারের সুনাম গেয়ে থাকে। যখন কেউ একটি নিদৃষ্ট ব্রোকারের আন্ডারে অনেকদিন ধরে ট্রেড করে থাকে তখন সে নিজেই যাচাই করতে পারবে যে ওই ব্রোকার ভালো কি মন্দ। অন্যদিকে একজনের পক্ষে সকল ব্রোকারে ট্রেড করাও সম্ভব নয়। কিন্তু তবুও কোনটি ভাল ব্রোকার এটা যাচাই করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাল ব্রোকার যাচাই করার দায়িত্বটা আপনাকেই নিতে হবে। এর জন্য কোন ব্রোকার সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ দিয়ে পাবলিক রিভিউ দেখতে হবে এবং দেখতে হবে সেটা কাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং সেই প্রতিষ্ঠান ইকনোমিক্যাল কন্ডিশন সম্পর্কেও ধারণা রাখতে হবে। এছাড়াও ব্রোকারের লেনদেন কেমন সেটাও জেনে রাখা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে ব্রোকার মেম্বারদের সাথে যোগাযোগ রাখা জরুরি। লেনদেন যদি খারাপ হয় তাহলে ওই ব্রোকারে কোন মেম্বার ট্রেড কাজ করতে চাইবে না। আপনি যে ব্রোকার ব্যবহার করছেন তার ফোরাম আছে কিনা সেটাও জেনে রাখা জরুরি। ফোরাম থাকলে ফোরামে পোস্ট করে ধনী কিংবা দরিদ্র সবাই ট্রেড করতে পারে। তাছাড়া কিছু ব্রোকার কিছুদিনের জন্য ট্রেডারদের ভালো প্রতিশ্রুতি দিয়ে আবার উধাও হয়ে যেতে পারে। তাই এ ব্যাপারে সাবধান থাকা উচিত।আমার চোখে বর্তমান সময়ে এশিয়ার মধ্যে সবচেয়ে ভাল ব্রোকার হলো ইন্সটাফরেক্স। কারণ এখান থেকে উইড্রো করার সময় এক্সট্রা চার্জ কাটে না।