মাত্র দু’টি কাজই ফরেক্স ট্রেডিংয়ে আপনাকে সফলতা এনে দিতে পারে !!
জ্ঞানার্জন এবং অনুশীলন !! মাত্র দু’টি কাজ !! প্রথমটি হলো জ্ঞানার্জন : জ্ঞান অর্জন প্রত্যেকের জন্য ফরজ বা অবশ্য কর্তব্য। জ্ঞান অর্থ-সম্পদের চেয়ে উত্তম। এজন্য বলা হয় নলেজ ইজ পাওয়ার অর্থ্যাৎ জ্ঞানই শক্তি। ফরেক্স বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় অনলাইনভিত্তিক বৈদেশিক মুদ্রার ব্যবসা। এ ব্যবসা সম্পর্কে খুব ভালভাবে জানতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় মুখস্থসহ আয়ত্বে আনতে হবে, আর সবকিছুই কমপক্ষে পড়ে বোঝার চেষ্টা করতে হবে। ফরেক্স সম্পর্কে জ্ঞানই আপনাকে সফলতার পথ দেখাবে। দ্বিতীয়টি হলো অনুশীলন । ডেমো এবং রিয়েল ট্রেডিংয়ের মাধ্যমে অনবরত আপনাকে বাস্তব কাজের অনুশীলনের মাধ্যমে অভিজ্ঞতা -দক্ষতা বাড়াতে হবে। কিভাবে সফলতার পথে এগিয়ে যাবেন এই অনুশীলনই আপনাকে বলে দিবে। ম্যালকম গ্ল্যাডওয়েল বলেছেন-কোন একটি ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে প্রয়োজন দশ হাজার (১০০০০)ঘন্টার অনুশীলন। অনেক বিশেষজ্ঞের মতে সেটা ক্ষেত্র ভেদে ২০ - ১০০০০ঘন্টা হতে পারে। ফরেক্সে যত অনুশীলন করবেন ততই আপনার দক্ষতা বাড়বে। অনুশীলনে সবই সম্ভব। আমার মতে ফরেক্স বিষয়ে ৩-৬মাস যদি কেউ জ্ঞানার্জন এবং অনুশীলন করতে পারেন তাহলে সফলতা তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করবে। ইনশা আল্লাহ।
:1f337:
ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297