মাথা গরম করে ফরেক্স মার্কেটের ট্রেডিং করলেন মানে হেরে গেলেন !
আমরা প্রায় সবাই জানি ফরেক্স মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ একটা মার্কেট । এই মার্কেটে আমাদের লাভ করার যেমন খুব সম্ভাবনা থাকে তেমনি লস করার সম্ভাবনাও কিন্তু কম নয় । তাই আমাদের যা কিছু করতে হয় খুবই চিন্তা ভাবনা করে করতে হয় । আর ২/৪ টা ট্রেডে আমাদের লস হতেই পারে সেই লসকে কেন্দ্র করে যদি আমাদের মাথা গরম হয়ে যায় অথবা রেগে যাই এবং তারপরে আরো ট্রেড করি তাহলে আমার ধারণা যতগুলো পরবর্তীতে ট্রেড করা হবে, তার সবগুলো লস হবে । তাই আমাদের উচিত মাথা গরম করে ট্রেড না করা দরকার হলে কিছুটা বিরতি নিয়ে ট্রেডিং করা উচিত ।