ফরেক্স আসলে কী ? জানা অত্যন্ত জরুরী !!
ফরেক্স হচ্ছে ”ফরেন এ্যাক্সচেঞ্জের” সংক্ষিপ্ত নাম। শাব্দিক অর্থ বৈদেশিক মুদ্রার বিনিময় বা বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। একটি দেশের কারেন্সি ক্রয়-বিক্রয় করে আরেকটি দেশের কারেন্সি বিক্রয়-ক্রয় করার নামই হলো ফরেক্স। বিভিন্ন দেশের মুদ্রা বিভিন্ন কারণে সর্বদাই পরিবর্তনশীল। বিভিন্ন প্রেক্ষাপটে কোন দেশের মুদ্রার মূল্য বৃদ্ধি পায় আবার কোন দেশের মুদ্রার মূল্য হ্রাস পায়। *উন্নত দেশের মুদ্রার মূল্য বেশী আর অনুন্নত দেশের মুদ্রার মূল্য কম।মুদ্রার মূল্যের এই পার্থক্যকে কেন্দ্র করে সার্ভার দ্বারা পরিচালিত সফ্টওয়ারের মাধ্যমে অনলাইন ভিত্তিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের সিস্টেমকেই ফরেক্স বলা হয়। ফরেক্স বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম মুদ্রা বাজার। এই ব্যবসার ----
১. পণ্য : মুদ্রা (পৃথিবীর সব দেশের মুদ্রা) ।
২. স্থান : পৃথিবীর যে কোন স্থান (ইন্টারনেট কানেকশন পাওয়া শর্ত)।
৩. কি কি দরকার : অনলাইন (একটি কম্পিউটার/স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ)।
৪. প্রসেস : ক্রয়-বিক্রয় (উভয়টিই করা যায়)।
৫. ঝুঁকি: লাভ/লস। (জানলে-মানলে কোন ঝুঁকি নেই, না জানলে-না মানলে ১০০% ঝুঁকি) ।
৬. ইনভেস্ট : নিজস্ব ইনভেস্ট/যে কোন বোনাস/নিজের দক্ষতা অন্যের ইনভেস্ট (ইনভেস্ট ছাড়াও এই ব্যবসা করা যায়)।
৭.মাধ্যম : ব্রোকার। (ভাল ব্রোকার হলো ইনস্টাফরেক্স)।
৮. মার্কেট পরিধি : বিশ্বের সবচেয়ে বড় মার্কেট।
৯. সময় : সোম - শুক্রবার ওপেন ( শনিবার-রবিবার বন্ধ)।
১০. প্রয়োজন : ব্যাপক জানা,অভিজ্ঞতা-দক্ষতা অর্জন। ইত্যাদি। ধন্যবাদ।
:1f33c::1f339: "Life is short but Art is long" :1f332::1f337:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821