টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম হাতিয়ার হলো ইন্ডিকেটর?
এনালাইসিস করে ট্রেড করা খুবই জরুরী একজন সফল ট্রেডার হওয়ার জন্য।একজন সফল ও অভিজ্ঞ ট্রেডার হওয়ার জন্য এনালাইসিস করার কোনো বিকল্প কিছু নাই। এনালাইসিস তিন প্রকার। টেকনিক্যাল এনালাইসিস তারমধ্যে অন্যতম। আর টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম প্রধাণ হাতিয়ার হলো ইন্ডিকেটর।ইন্ডিক টর এক ধরণের নির্দেশক। যা প্রাইস বাড়বে বা কমবে তা নির্দেশ করে।ইন্ডিকেটর বিভিন্ন প্রকারের হতে পারে।কিছু ইন্ডিকেটর ট্রেডের গতি প্রকৃতি নির্দেশ করে।কিছু ইন্ডিকেটর ট্রেন্ডের শক্তি নির্দেশ করে।ইন্ডিকেটর কিছু ফমূলা ফলো করে কাজ করে। তাই মাঝেমধ্যে ভুল সিগন্যাল ও দিয়ে থাকে আর তখন টেকনিক্যাল এনালাইসিস করে সবকিছু ঠিক করা হয়।আর টেকনিক্যাল এনালাইসিস করার জন্য ইন্ডিকেটর খুব সহায়ক ভূমিকা পালন করে।যেকোনো সমস্যা সমাধাণে খুবই গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে ইন্ডিকেটর।তাই একে হাতিয়ার বলা হয়