-
ফরেক্স জুয়া না ব্যাবসা ?
বর্তমানে কিছু ব্রোকার আছে যারা খুব লোভনীয় ভাবে তাদের এড গুলো সাজিয়ে প্রচার করে থাকে যার মধ্যে আসলে ফরেক্স আসলে কি সেটা বুঝানোই হয় না বরং বুলিশ ক্যান্ডেল আর বেয়ারিশ ক্যান্ডেল কে অনেক টা জুয়ার মত মানে ভাগ্যের উপর নির্ভর করে ট্রেড নেয়ার মত একটা ব্যাপার বানিয়ে উপস্থাপন করে। এটা থেকে অনেকে আসলে মনে করে ফরেক্স টা জুয়ার মত ই একটা খেলা। কিন্তু ফরেক্স কোন জুয়া নয়, এখানে ভাগ্যের উপর নির্ভর করলে চলে না। এখানে প্রফিট করার জন্য দরকার হলো ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞ্যান, অভিজ্ঞতা আর দক্ষতার
-
ফরেক্সকে জুয়া মনে করে ট্রেড করাটা বোকামি ছারা কিছুই নয়। যারা জুয়া মনে করে থাকে তারা বেশিরভাগ সময়ই ফরেক্স থেকে লস নিয়ে ছিটকে পড়ে এখান থেকে তারাই নিয়মিত প্রফিট করতে পারে যারা সময় ও ধৈর্য ধরে নিজেদেরকে দক্ষ ট্রেডারে পরিনত করতে পেরেছে। যত বেশি ধৈর্য ও অনুশীলন করা যাবে সফলতা পাওয়ার চান্স ততবেশি থাকবে বলে মনে করি।