আমার জানা মতে যেই কারেন্সি বা মেটাল এর মুভমেন্ট ভাল এবং স্প্রেড কম সেগুলুই স্কেলপিং করার জন্য ভাল।সাধারণত গোল্ড এবং ইউএসডি,জিবিপি রিলেটেড পেয়ারগুলোর মুভমেন্ট ভাল,স্পেডও কম এবং স্কেলপিং এর জন্য ভাল।আপনাদের সুচিন্তিত এবং অভিজ্ঞতার আলোকে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই।