বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল !!!
বাংলাদেশের মত দেশ যেখানে চাকরীর বাজার বেশ নাজুক অবস্থায় আছে, যেখানে ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরীর ক্ষেত্র তৈরী হয় না, সেখানে বিকল্প পেশা হিসাবে সম্মানজনক অবস্থায় আছে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা বা অনলাইন প্রফেশন। বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে প্রায় ৬-৭লক্ষাধিক (ফরেক্স ট্রেডার সহ)। ফ্রিল্যান্সিং মূলত: কোন কাজ নয়, কাজ করার ধরণ মাত্র। সেই হিসাবে ফরেক্স ও ফ্রিল্যান্সিং। মুক্ত পেশা সবাই করতে পারেনা। মুক্ত বা স্বাধীন পেশা যাদের জন্য প্রযোজ্য- যাদের অতিরিক্ত লোভ নেই, যারা কাজ শেখার ধৈর্য রাখে, যারা শর্টকাটে আয় বা রাতারাতি ধনী হতে চায় না, আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার মত যাদের যোগ্যতা আছে, যাদের জীবনে কিছু করার প্রবল ইচ্ছা আছে, যারা সৎ পথে জীবিকা নির্বাহ করতে চায়, যাদের শেখার প্রবণতা আছে। ফ্রিল্যান্সিংয়ের অবস্থা বাংলাদেশে বেশ ভাল অবস্থা, ফরেক্সের মাধ্যমে খুব শীঘ্রই এই পরিধি আরো বিরাট আকার ধারণ করবে। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। ফরেক্স ট্রেডিংই আমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছে। ইনশা আল্লাহ আমরা সফল হবো। ধন্যবাদ।
:1f33a: "Life is short but Art is long" :1f339::1f33c:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821