আমি এ্যান্ট্রি দিলেই মার্কেট বিপরীতে বাধাহীনভাবে ছুটতেই থাকে !! কপাল নাকি এ্যানালাইসিস ???
মার্কেট নিয়ে এ্যানালাইসিস করে ট্রেড নেওয়ার প্রস্তুতি নিচ্ছি, ভালই ধীরে ধীরে মুভ করছে মার্কেট । সব কিছু বুঝে শুনে দিলাম এ্যান্ট্রি , আমি এ্যান্ট্রি দেওয়া মাত্রই মার্কেট নড়েচড়ে বসলো - প্রস্তুতি নিলো আমার প্রতিকূলে মার্কেট রান করার।ভাবতে ভাবতে ৫০ডলার বা ১০০ডলার নেই বা তার চেয়ে কম-বেশী। মনে হয়, সমস্যা কোথায় - এতক্ষণ চুপচাপ ছিল, আমি এ্যান্ট্রি দিলাম আর মার্কেট বিপরীতে ছুটলো , কেন অনুকূলেও তো ছুটতে পারতো। তখন হয়ত আমরা অনেকেই বলি - আসলে আমার কপালই খারাপ ! কিন্তু যারা ভাল ট্রেডার তারা হয়ত বলবে - এখানে এ্যানালাইসিসে সমস্যা ছিল । আমার ও তাই মনে হয়। আপনারা কী বলবেন ? ধন্যবাদ।
:swim::1f339: "Life is short but Art is long" :profit:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821