সর্বনিম্ন কত ব্যালেন্স দিয়ে সর্বোচ্চ কত ইনকাম ??? বাস্তব অভিজ্ঞতা থেকে !!!
ফরেক্স ট্রেডিংয়ে প্রায় ১০বছর জড়িত। এই দীর্ঘ্যসময়ে অসংখ্যবার ব্যালেন্স যেমন জিরো হয়েছে তেমনি অনেকবার অল্প ব্যালেন্স দিয়েও ভাল প্রফিট করার প্রেরণামূলক ঘটনাও আছে। সেগুলো মাঝে মাঝে মনে হলে বেশ উৎসাহ পায়, প্রাণ ও সাহস ফিরে পায় যে, পরিকল্পিত ট্রেড করলে ভাল প্রফিট করাও সম্ভব। যেমন এই সপ্তাহেই কোন একদিন ১ডলারের নীচে হঠাৎ ব্যালেন্স চলে আসলেও আবার আল্লাহর রহমতে সেটা অল্প সময়ের ব্যবধানে ১২০ডলার ক্রস করে যায়। সেই ব্যালেন্স দিয়ে এখনো ট্রেড করছি। আরেকবার ৫০ডলার দিয়ে ৫০০ডলার ক্রস করে। কিন্তু দু:খজনক হলেও সত্য সেই ব্যালেন্স বেশ কয়েকদিনে জিরো হয়ে যায়। কোন ভাবেই ধরে রাখতে পারিনি। এজন্য আমার মাঝে মাঝে মনে হয় প্রফিট করা খুব একটা কঠিন নয় ফরেক্সে। সবচেয়ে কঠিন হলো ব্যালেন্স ধরে রাখা । তাই আমাদের উচিত ফরেক্স জানার পাশাপাশি নিয়ম মেনে ট্রেড করা তাহলে ব্যালেন্স হারানোর সম্ভাবনা খুবই কম। প্রিয় ফোরাম সদস্য ভাইদের অভিজ্ঞতার আলোকে মতামত আশা করি। ধন্যবাদ।
:1f332: "Life is short but Art is long" :1f339:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821