২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ফরেক্স ট্রেডিং ???
বিশ্বব্যাপী ফরেক্স ট্রেডিং দিন দিন যেভাবে এগিয়ে যাচ্ছে ২০৩০সালের মধ্যে ফরেক্সই হতে পারে পৃথিবীর ১নং বিজনেস এবং ফরেক্স থেকেই বিশ্বের সেরা ধনীদের স্থানগুলো দখল করে নিতে পারে। বর্তমানে যেহেতু প্রতিদিনের লেনদেন হিসাবে সবচেয়ে বড় মার্কেট ফরেক্স এবং সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় পরিণত হয়েছে। ফরেক্সে প্রতিদিনের টার্ণওভার প্রায় ৫.৫ট্রিলিয়ন ডলার। যদিও পৃথিবীর সব দেশেই এখনো সরকারী অনুমোদন পায়নি এবং ব্যাপকভাবে ব্যবসা হয় না। তারপরেও এধরণের লেনদেন হয়। তাহলে ২০৩০ সালের মধ্যে কী অবস্থা হতে পারে বিশ্বব্যাপী ? । আমার মনে হয় ফরেক্স ট্রেডিং যেহেতু সহজলোভ্য এবং লাভজনক ব্যবসা অর্থ্যাৎ এই ব্যবসা করতে একটি কম্পিউটার/মোবাইল এবং ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট। বিনা ইনভেস্টেই করা যায় ফরেক্স বিজনেস। আর মুদ্রার লেনদেন তো অতি প্রয়োজনীয় বিষয়। ২০৩০সালের মধ্যে আমার তো মনে হয় যারা মোবাইল ব্যবহার করবে তারা সবাই ফরেক্স বিজনেসে জড়িয়ে পড়বে । যেমন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এবং মাঠের কৃষকেরাও মাঠে কাজের ফাকে ফাকে বিনা ইনভেস্টে অতিরিক্ত ইনকামের মাধ্যম হিসাবে ফরেক্স বিজনেস করতে পারবে। বন্ধুরা ! আপনাদরে কী মনে হয় ? মতামত প্রকাশ করে উৎসাহিত করুন। ধন্যবাদ।
:1f4f2: "Life is short but Art is long" :1f485:
ফোরামে যোগ দিতে--- https://forex-bangla.com/forum.php?referrerid=90821