ফরেক্সে সফলতা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার ??? একমত নাকি দ্বিমত ??
আল্লাহ তায়াল পবিত্র আল কুরআনে বলেছেন- যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট নয় , আল্লাহ স্বয়ং সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না। আসলে জীবনের অনেক ব্যাপারে আমরা অনেক সময় ভাগ্য বা কপালকে দায়ী করি বিশেষ করে যখন লস বা ক্ষতি হয়। আর লাভ বা সফলতা আসলে নিজের যোগ্যতা বা কৃতিত্ব বলে দাবী করি। এটা ঠিক নয়। এটা পরিষ্কার করার জন্য ভাগ্য সম্পর্কে বুঝতে হবে। ভাগ্যে আছে বিধায় ঘটে নাকি আমরা যেটা করি বা ঘটায় সেটায় ভাগ্যে। ভাগ্য মূলত: আমরা যা কিছু করি বা ঘটনা ঘটায় সেটায় ভাগ্য বা কপাল, ভাগ্যে আছে বিধায় সেটা হয় বা ঘটে - বিষয়টা এমন নয়।সৃষ্টিকর্তা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য এটাই যে, সৃষ্টিকর্তা হিসাবে মহান আল্লাহ আমরা কি কি করতে পারি তা আগে থেকেই অবগত কিন্ত আমরা তা জানি না। এজন্য আমরা ইচ্ছামত যা করবো সেটাই ভাগ্য। এজন্য ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে, বুঝতে ও শিখতে হবে আর বাস্তব অনুশীলনের মাধ্যমে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের পরে যথাযথ নিয়ম মেনে ট্রেড করে সফলতা অর্জন করবো । ইনশা আল্লাহ।আমরা যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় তাহলে আল্লাহ তায়ালাও ভাগ্য পরিবর্তন করে দিবেন। সুতরাং কঠোর পরিশ্রমের বিকল্প নেই। সময় করে পড়ার জন্য ধন্যবাদ।