ফোরামের পোস্টে লাইক এবং থ্যাংকস এর গুরুত্ব।
আমি যতদূর জানি অতীতে একজন ট্রেডার ফোরামে যতগুলো পোস্ট করতো সেই সংখ্যার উপর ভিত্তি করে বোনাস প্রদান করা হতো। কিন্তু বর্তমান নিয়ম অনুসারে পোষ্টের সংখ্যার উপরে নয় বরং একটা পোস্ট এর গুণগত মানের উপর নির্ভর করে অর্থাৎ ওই পোস্টে পড়ে অন্য ট্রেডাররা কি পরিমান লাইক এবং থ্যাংকস প্রদান করেছে সেটার উপর নির্ভর করেই বোনাস প্রদান করে থাকে। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আমরা অন্য ট্রেডারদের দেওয়া পোস্টগুলো পড়ি এবং সেখান থেকে শিক্ষা অর্জন করি কিন্তু লাইক এবং থ্যাংকস প্রধানের বেলায় খুবই কৃপণতা করে থাকি।তাই আমাদের উচিত যদি কোন ট্রেডারের পোস্ট পড়ে আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের জন্য উপকারী তাহলে অবশ্যই সেই পোস্টে লাইক এবং থ্যাংকস প্রদান করা। কারণ তাহলে সে যেমন ভালো বোনাস পাবে ঠিক তেমনি সেও অন্য ট্রেডারের ভালো পোস্টগুলোতে লাইক এবং থ্যাংকস প্রদান করবে। মোটকথা সবাই যখন আমরা এই বিষয়ে গুরুত্ব প্রদান করব তখন আমরা সবাই উপকৃত হব।
ফোরামের পোস্টে লাইক এবং থ্যাংকস এর গুরুত্ব :-
থ্যাংকস এবং লাইকের গুরুত্ব খুবই বেশি কেননা আপনি একটি ফোরাম পোস্টে যত বেশি লাইক ও থ্যাংকস পাবেন। সেই থ্যাংকস এবং লাইকের ওপর নির্ভর করে আপনি ফোরাম বোনাস পাবেন। অনেক সময় দেখা যায় অনেকে অনেক বেশি পোস্ট করে বেশি বোনাস পায় না। এর কারণ হলো তার ফোরাম পোস্টে লাইক ও থ্যাংকস এর সংখ্যা কম। আবার অনেক সময় দেখা যায় , অনেকে অল্প পোস্ট করে ও বেশি বোনাস পেয়ে থাকে কারণ তার পোস্টে লাইক ও থ্যাংকস এর পরিমাণ বেশি। তবে সেই বেশি লাইক ও থ্যাংকস পায় যার পোস্ট বেশি সঠিক, গুরুত্বপূর্ণ ও ভালো মানের।