আমি মাঝে মাঝেই কিছু ট্রেড নিতে গিয়ে সমস্যাই পরি নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে লোডিং এ ৪-৬ সেকেন্ড পর ফেইল আসে। ততক্ষণে ভালো একটি এন্টি পয়েন্ট মিস করে ফেলি। আপনারা সবাই জানেন গোল্ডে ট্রৈড করা খুবই রিস্কি তার ভিতরে এই সমস্যাটা কি ভাবে দূর করতে পারি। আর কারো যদি সঠিক নেটওয়ার্ক স্পিড জানা থাকে তবে দয়া করে শেয়ার করবেন।