সোনা আগুনে যত পোড়ে ততই খাঁটি হয় !!
ফরেক্সে সফলতার জন্য অভিজ্ঞতা-দক্ষতার বিকল্প নেই। এই অভিজ্ঞতা-দক্ষতা অর্জন করতে হলে ফরেক্স জানা থেকে শুরু করে , সকল নিয়ম কৌশল শেখা এবং তা প্রয়োগের মাধ্যমে দীর্ঘ্য সময় অনুশীলন করার মাধ্যমে অভিজ্ঞ-দক্ষ হয়ে উঠতে হয়। এখানে আপনাকে অনেক ত্যাগ, কষ্ট, মনের অনেক যন্ত্রণা সইতে হবে। কারণ ফরেক্স ট্রেডিংয়ে প্রথমদিকে আপনাকে অসংখ্যবার ব্যালেন্স জিরো করতে হতে পারে। কঠিন ধৈর্যের পরীক্ষা আপনাকে দিতে হবে। অনেক লোভের হাতছানি আপনকে মোকাবেলা করতে হবে। অনেক বার লসের তীব্র যন্ত্রণা সহ্য করতে হবে। এভাবেই আপনি নিজেকে জালিয়ে-পুড়িয়ে হাজারো পরীক্ষা দিয়ে একজন অভিজ্ঞ-দক্ষ ট্রেডার হয়ে গড়ে তুলতে হবে, ঠিক যেভাবে সোনা আগুনে পুড়িয়ে খাঁটি করতে হয়। এব্যাপারে আপনাদের মতামত কি ? ধন্যবাদ।