দিনে কত গুলা ট্রেড করা ভালো মানে দিনে কত গুলা ট্রেড করলে ভালো হবে বেসি করলে কি ক্ষতি হয় নাকি।
Printable View
দিনে কত গুলা ট্রেড করা ভালো মানে দিনে কত গুলা ট্রেড করলে ভালো হবে বেসি করলে কি ক্ষতি হয় নাকি।
অতিরিক্ত কোন কিছুই ভালো না । সব কিছুর ই ভালো আর খারাপ দিক রয়েছে। আপনি দিনে কত গুলো ট্রেড করবেন সেটা নির্ধারন হবে এনালাইজ আর মানি ম্যানেজমেন্ট আর ট্রেডিং স্ট্র্যাটিজির উপর। আপনার এনালাইজ যদি সঠিক হয় তাহলে একটা ট্রেড ই আপনার জন্য যথেষ্ট প্রফিট নিয়ে আসবে এর জন্য একাধিক ট্রেড করার কোন প্রয়োজন ই হবে না । আর প্রতিদিন ট্রেড নেয়ার মত ভালো পরিবেশ ও থাকে না। তাই কম কম ট্রেড করাই ভালো
আপনি কতগুলো ট্রেড করতে পারবেন তা নির্ভর করবে আপনার ব্যালেন্সের ওপর। তবে ট্রেড সব সময় কম করাই ভাল। কারণ মার্কেটের গতি আপনি পর্যবেক্ষণ করতে পারবেন ঠিকি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই বড় ধরনের ধাক্কা খাওয়ার আগেই সচেতন থাকা ভাল। ট্রেড করবেন মানি ম্যানেজমেন্ট, এনালাইসিস ও স্ট্র্যাটেজির ওপর। যেহেতু লাভ লস দুটিই আছে সেহেতু লট বেশি হলে লাভ বেশি ঠিক কিন্তু লসতো আর কম হবে না। খুব দ্রুত একাউন্ট শূন্য করার জন্য যথেষ্ট। তাই ওভার লস বা বেশি ট্রেড নয় বরং নিয়ম অনুযায়ী ট্রেড করুন। ঝুকিমুক্ত ফরেক্স করুন