আমি সাধারণত ল্যাপটপে ৪/৫ লাইন লিখে থাকি। অবশ্য কিছু কিছু বিষয়ে ২/১ লাইন লেখার পরে আর কোনো কিছু লেখার মতো থাকেনা। আপনি কতো লাইন লিখে থাকেন? এবং ভালো বোনাস পেতে কতো লাইন লিখলে ভালো হয় জানাবেন।
Printable View
আমি সাধারণত ল্যাপটপে ৪/৫ লাইন লিখে থাকি। অবশ্য কিছু কিছু বিষয়ে ২/১ লাইন লেখার পরে আর কোনো কিছু লেখার মতো থাকেনা। আপনি কতো লাইন লিখে থাকেন? এবং ভালো বোনাস পেতে কতো লাইন লিখলে ভালো হয় জানাবেন।
লেখাটি নির্ভর করে প্রশ্নের উপর, যে প্রশ্ন যতটুকু মন্তব্য প্রয়োজন ততটুকু লিখতে হবে। কিছু প্রশ্ন ৪ থেকে ৫ লাইনে লেখা যায় আবার কিছু প্রশ্নের কথা ২ থেকে ৩ লাইনে লেখা যায়। তবে বেশি না লিখে মুল কথাগুলো লিখলেই ভাল।
ফোরামে আপনার পোস্ট কমপক্ষে ৪-৫ লাইন হওয়া উচিত। চাইলে বেশিও করতে পারেন। তবে লাইস বেশি করার থেকে গুরুত্বপুর্ন হলো আপনি কতোটা যৌক্তিযুক্ত ও কোয়ালিটি সম্পন্ন পোস্ট করলেন। যেটা পড়ে অন্য পাঠক উপকৃত হলো কিনা এবং কিছু জানতে পারলো কিনা। দেখা যায় ৪/৫ লাইনের মধ্যেই একটি বিষয়কে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হলো আবার অনেক বেশি লিখেও আপনার আসল বক্তব্য প্রকাশ পেলো না। তবে অনেক সময় দেখা যায় কিছু বিষয়ের উপর ২/৩ লাইন লেখার পরে আর কিছু লেখার থাকেনা। আসল কথা হলো আপনি কতোটা মানসম্মত ও তথ্যবহুল পোস্ট করলেন।
আমার জানা মতে, ফরেক্স ফোরামে কমপক্ষে ৩-৪ লাইন লিখতে হয়। তবে অজুক্তিক কিছু লেখা ঠিক নয়। এমনকি কপি না করা উচিত। অবশ্যই আলোচনার অনুপাতে লিখতে হবে।
ফরেক্স ফোরামের আমরা পোস্ট করে মূলত জ্ঞান লাভের জন্য এবং পরিবেশ বিষয়ক খুঁটিনাটি জানার জন্য। আর আমাদের পোষ্ট থেকে যাতে অন্য জনে শিখতে পারে জানতে পারে ফরেক্স বিষয়ে সেই অনুযায়ী আমাদের পোস্ট করা উচিত। একসঙ্গে কয় লাইন সেটা মুখ্য বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি প্রসঙ্গ অনুযায়ী কতটা কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেছেন। এখানে মূলত কোয়ালিটি সম্পন্ন পোস্ট বেশি প্রাধান্য দেয়া হয়। তাই এটি কোয়ালিটি সম্পন্ন পোস্ট লিখতে গেলে ন্যূনতম ৬ থেকে ৭ লাইন লিখতে হয়।
ফরেক্স ফোরামে সাধারণত কতো লাইন লিখতে হয়?
আমি সাধারণত ল্যাপটপে ৪/৫ লাইন লিখে থাকি। অবশ্য কিছু কিছু বিষয়ে ২/১ লাইন লেখার পরে আর কোনো কিছু লেখার মতো থাকেনা। আপনি কতো লাইন লিখে থাকেন? এবং ভালো বোনাস পেতে কতো লাইন লিখলে ভালো হয় জানাবেন।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
ফরেক্স ফোরামে আপনি যে টপিকস এর উপর লিখতে চাইছেন এর ওপর এক থেকে দুই লাইন লিখে পোস্ট করাটা যথেষ্ট নয়। একজন যাতে টপিকটি ভালোভাবে বুঝতে পারে এই বিষয়গুলি বিস্তারিত তুলে ধরা উচিত। কিন্তু তাই বলে আপনি লিখে সম্পূর্ণ পেজ ভরে ফেললেন অথচ আপনার পোস্টের মধ্যে কোন প্রয়োজনীয় তথ্য নেই তাহলে এমন পোস্ট করা আর না করা সমান হয়ে যাবে। প্রয়োজনে সম্পূর্ণ পেজ ভরে লেখার দরকার নেই কিন্তু আপনার প্রতিটি পোস্ট যথেষ্ট তথ্য সমৃদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
ফরেক্স ফোরামে সাধারণত কতো লাইন লিখতে হয়?
আমি সাধারণত ল্যাপটপে ৪/৫ লাইন লিখে থাকি। অবশ্য কিছু কিছু বিষয়ে ২/১ লাইন লেখার পরে আর কোনো কিছু লেখার মতো থাকেনা। আপনি কতো লাইন লিখে থাকেন? এবং ভালো বোনাস পেতে কতো লাইন লিখলে ভালো হয় জানাবেন।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
লাইন হিসাব না করে সঠিক তথ্য লিখতে হবে। বিশেষ করে নতুন দের উপকারে আসতে হবে। ভুল এনালাইসিস দিয়ে অন্যদের ক্ষতি করবেন না। ৩ থেকে ৪ লাইনে প্রশ্ন বুজিয়ে দিতে হবে।
আমি মনে করি কি ফোরাম টা আসলে একটা তথ্য আদান প্রদান করার ভালো একটা মাধ্যম। তাই আসলে যখন একটা টপিক নিয়ে কোন লিখা লিথতে হয় তখন সেই লিখাটা যেনো যথেস্ট তথ্যবহুল হয় সেই দিকে নজর দিতে হবে। একটা লিখা যেনো শুধু বোনাস পাবার জন্য না হয়ে যেই লিখাটা যেনো অন্য কারো উপকারে আসে সেই দিকেও খেয়াল রেখে আসলে সেভাবে লিখা লিখতে হবে।