ট্রেডিং ইন্ডিকেটর কি আসলেই কাজ করে?
একদম নতুর যারা ট্রেডার তারা খুঁজতে থাকে কোন ট্রেডিং ইন্ডিকেটর খুঁজে পেলে তারা সবসময় প্রফিট করতে পারবে কোনো কিছু না শিখেই। যারা একটু ট্রেড করতে শিখেছে তারা মনে করে ট্রেডিং ইন্ডিকেটর কখনোই কাজ করে না, তারা কাস্টম ট্রেডিং ইন্ডেকেটরের পিছনে ঘোরা শুরু করে দেয়। যারা অনেক দিন ধরে ট্রেড করছেন কিন্ত সফল হতে পারছেন না তারা মনে করেন ট্রেডিং ইন্ডিকেটর লেগিং টুলস হওয়ায় এটা দিয়ে ধারাবাহিক ভাবে সফল হওয়া সম্ভব নয়। কিন্ত যারা ট্রেড করতে পারে তারা আসলেই জানে কিভাবে ট্রেডিং ইন্ডিকেটর সফলভাবে কাজে লাগানো যায় এবং যে কোনো ট্রেডিং ইন্ডিকেটর দিয়েই তারা প্রফিট করতে পারে।