-
ফরেক্স ট্রেডিং কি ??
বৈদেশিক মুদ্রার বাজার মুদ্রার ব্যবসায়ের জন্য বৈশ্বিক বিকেন্দ্রীভূত বা ওভার-দ্য কাউন্টার বাজার market এই বাজারটি প্রতিটি মুদ্রার জন্য বৈদেশিক মুদ্রার হার নির্ধারণ করে। এটিতে বর্তমান বা নির্ধারিত মূল্যে মুদ্রা কেনা বেচা ও বিনিময় সম্পর্কিত সমস্ত দিক অন্তর্ভুক্ত রয়েছে।
-
ফরেক্সে কথাটির অর্থ হলো ফরেন এক্সটেঞ্জ। এটি একটি আন্তর্জাতিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের মার্কেট। অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় ও বিক্রয় করা হয়। ফরেক্সের মাধ্যমে আমরা একটি দেশের মুদ্রা বিক্রয় করে অন্য আর একটি দেশের মুদ্রা ক্রয় করতে পারি। এখানে মুলতো দুটো দেশের মুদ্রা পেয়ারের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়। ধরুন, আপনি আমেরিকান ডলার বা usd এবং ব্রিটেনের পাউন্ড বা gbp পেয়ারে ক্রয়-বিক্রয় করলেন সেক্ষেত্রে আপনি আমেরিকান ডলার বিক্রয় করে ব্রিটেনের পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার ক্রয় করলেন।
ফরেক্স এখন আন্তর্জাতিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের সবথেকে বড় মার্কেট। ফরেক্স মার্কেটের পরিসর দিন দিন বিশাল থেকে সুবিশাল হচ্ছে। পৃথিবীর সর্বাপেক্ষো বড় শেয়ার বাজার হলো নিউইয়র্ক শেয়ার মার্কেট। তার থেকেও ২৫ গুন বড় বর্তমান শেয়ার মার্কেট। দিন দিন এর পরিধী বৃহৎ থেকে বৃহত্তর হচ্ছে।