বেশী রিস্ক নিয়ে ট্রেডে মারাত্মক টেনশন আর ভীতি কাজ করে- ফলাফল লস !!
আপনারা কি কখনো বেশী রিস্ক নিয়ে ট্রেড করে দেখেছেন- মানসিক অবস্থা কী হয় ? সত্যিই অন্যরকম এক অনুভূতি। বার বার ট্রেড চেক না করলে দারুণ অস্বস্তি, মারাত্ম টেনশন আর খুব ভীতি কাজ করে । এই বুঝি হারিয়ে গেল ক্যাপিটাল, মাঝে মাঝে একটু আশার প্রদীপ জ্বালিয়েই নিভে যায় বেশীর ভাগ সময়। সাথে সাথে টেনশন আর ভয় কোথায় যেন হারিয়ে যায়। আমার মনে হয় এভাবে বেশী রিস্ক নিয়ে ট্রেড না করাই বেশী ভাল , কারণ বার বার এভাবে হলে আপনার মানসিক সমস্যা হতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারেন। আপনাদের কী মনে হয় ? ধন্যবাদ।