এবং আপনাকে বুঝতে হবে ফরেক্সে একবার লাভ মানেই লাভ না। নিয়মিত লাভ করে যে ট্রেডার, সেই কিন্তু লাভবান ট্রেডার। একবার গ্যাম্বলিং করে বিশাল লাভ করে ফেলেছে, তাকে আপনি লাভবান ট্রেডার বলতে পারেন না। আপনি যদি লাভবান ট্রেডার হতে চান, আপনাকে
Printable View
এবং আপনাকে বুঝতে হবে ফরেক্সে একবার লাভ মানেই লাভ না। নিয়মিত লাভ করে যে ট্রেডার, সেই কিন্তু লাভবান ট্রেডার। একবার গ্যাম্বলিং করে বিশাল লাভ করে ফেলেছে, তাকে আপনি লাভবান ট্রেডার বলতে পারেন না। আপনি যদি লাভবান ট্রেডার হতে চান, আপনাকে
একমাত্র সঠিক সুন্দর একটি মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং প্ল্যান পারে আপনাকে একজন সফল ট্রেডারে পরিণত করতে। অনেকগুলো কারণে ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক মানি ম্যানেজমেন্ট আপনার মূলধন রক্ষা করে নিয়মিত প্রফিট অর্জনে সহায়তা করতে পারে।
১। মানি ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং মূলধন কে একটি সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত করবে।
২। গাণিতিক সূত্রে আপনার মূলধন এর সময়ভিত্তিক রিটার্ন তৈরির ফর্মুলা দিবে।
৩। আপনার ট্রেডের রিস্ক ফ্রী লাভ এবং লস রেশিও তৈরি করে দিবে।
৪। প্রোপার এবং ইম্প্রোপার ট্রেডিং তৈরিতে সাহায্য করবে।
৫। আপনার মূলধনের সেইফ রিটার্ন ফর্মুলা তৈরি করে দিবে।
৬। একাউন্ট ফায়ারিং থেকে আপনাকে সেভ করবে।
৭। লং এবং শর্ট টাইম ভিত্তিক ভিন্ন ভিন্ন ধারনায় ট্রেড করতে সাহায্য করবে।
৮। আপনি কখন থেকে এই ফর্মুলায় ট্রেড করবেন তা নিশিত করবে।
৯। আপনার ফরেক্স আল্টিমেট গোল কি হতে পারে তার সঠিক ব্যবস্থাপনা দিবে।
১০। মার্কেটে লং লাইভ হওয়ার মত স্টেবিলিটিতে সাহায্য করবে।
আপনার ট্রেডিং চালিয়ে যেতে যে যে বিষয় গুলো প্রয়োজন তা আগে ভালোভাবে ক্যাপচার করে নিন তারপর ট্রেড শুরু করুন আপনি লস করবেন না।
একদম সঠিক বলেছেন আপনার সঙ্গে পুরোপুরি একমত পোষণ করিলাম প্রফিট করার জন্য অবশ্যই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে এডভান্স লেভেলের গুরুত্ব দিতে হবে। কেননা আমরা যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে না পারি তাহলে খুব সহজেই আমাদের ব্যালেন্স জিরো হয়ে যাবে যার ফলে আমরা ফরেক্সে টিকে থাকতে পারবো না। তাই নিজের ব্যালেন্স টিকিয়ে রাখার জন্য ও সফল ট্রেডার হওয়ার ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট এর কোন বিকল্প নেই। মানি ম্যানেজমেন্ট এর ফলে আমাদের নির্দিষ্ট লক্ষ্য স্থির হয় এবং সেই স্থায়ী আমরা অগ্রসর হতে পারি।
পৃথিবীতে যে কোন ব্যবসা বা ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত কোন অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত হলে তার টিকিয়ে রাখার জন্য অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানি ম্যানেজমেন্ট ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাজার এখানে কাজ করতে হলে অবশ্যই জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা ধৈর্য এবং পরিশ্রম এর সমন্বয়ে এখানে টিকে থাকতে হবে এর সাথে এর অর্থনৈতিক কর্মকান্ডের উপর ভিত্তি করে অবশ্যই মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে পালন করতে হবে না হলে এখানে একটা মুহূর্ত টিকে থাকা সম্ভব নয় এখানে প্রতিটি ট্রেডার ট্রেডিং এর পূর্বে সুন্দরভাবে তার ব্যালেন্স এর উপর নির্ভর করে লেভারেজ যাচাই করে সঠিকভাবে মার্কেটে নিয়ে থাকে এতে করে থাকাটা অনেকটাই সহজ হয়ে যায় তাই আমাদের প্রতিটি ট্রেডার এর উচিত ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে অবশ্যই প্রতিবার মানি ম্যানেজমেন্ট এনালাইসিস করা
ফরেক্স মার্কেটে প্রফিট করতে মানিমেনেজমেন্ট এর প্রয়োজন হয় না।শুধু ট্রেড করলেই হয়।ফরেক্স মার্কেটে নিয়মিতভাবে প্রফিট করতে চাইলে মানিমেনেজমেন্ট ও একটি সঠিক স্ট্রেজি এর প্রয়োজন হয়।এর কারন হলো ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা ফরেক্স সম্পর্কে ভালোভাবে জ্ঞান নেই।তারাও কিন্তু ফরেক্স মার্কেটে এসে ট্রেড করে লাভ করে।কিন্তু এই লাভ সে ধরে রাখতে পারেনা।এর কারন সে ফরেক্স সম্পর্কে জানে না।আপনি যদি একজন অদক্ষ ট্রেডার হন কিন্তু মানিমেনেজমেন্ট করে ট্রেড করেন তাহলেও ফরেক্স মার্কেটে অনেক দিন টিকে থাকতে পারবেন।