সফলভাবে এনালাইসিস করার মন্ত্র
আমরা ফরেক্স মার্কেটে সাধারনতো তিন ধরনের এনালাইসিস দেখি। এর একটি অন্যটির সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। একটি কে বাদ দিয়ে অন্যটি গুরুত্বহীন। তিন ধরনের এনালাইসিস হলোঃ-
>টেকনিক্যাল এনালাইসিস
>ফান্ডামেন্টাল এনালাইসিস
>সেন্টিমেন্টাল এনালাইসিস
আমরা অনেক সময় দিধা দ্বন্দ্বে পড়ে যাই আসলে আমরা কোন ধরনের এনালাইসিস ফলো করবো। আমি মনে করি তিন ধরনের এনালাইসিস করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এখন বাই নিবেন নাকি সেল নিবেন।
ফরেক্স কে আপনি একটা ক্রিকেট ম্যাচের সাথে তুলনা করতে পারেন। ক্রিকেটে জয় লাভ করার জন্য তিনটি জিনিস দরকার, ১। ভালো ব্যাটিং ২। ভালো বলিং এবং ৩। ভালো ফিল্ডিং। এখন জয়লাভ করার জন্য দরকার ব্যাটিং, বলিং ও ফিল্ডিং। দেখা গেলো একটি দল অনেক ভালো ব্যাটিং করলো বাট ভালো বলিং করতে পারলো না তাহলে ঐ দলের জয়লাভ করার সম্ভাবনা কতোটুকু। আমি বলবো খুবই কম। আবার দেখা গেলো ভালো ব্যাটিং ও বলিং করলো বাট ভালো ফিল্ডিং দিতে পারলো না। তাহলেও জয়ের সম্ভাবনা কতোটুকু, খুবই কম। দেখা যায় জয়ের দ্বারপ্রান্তে দড়িয়েও একটি বাঝে ফিল্ডিং এর জন্য দল হেরে গেলো। তাই কোন কিছুতে ভালো করতে হলে সকল ইউনিটকে একসাথে পারফর্মেন্স করতে হবে।
অনুরুপ ভাবে ফরেক্সে সফলতার জন্যও সকল ধরনের এনালাইসিস করে সঠিক সিদ্ধান্তটি নিতে হবে। অন্যথায় আপনি মাঝে মাঝে সফলতা পেলেও তাকে সামগ্রিক সফলতা বলা যায় না।