অধিকাংশ ট্রেডার সিগনালের উপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিতি লোকের কথায ট্রেড করে। নিজে কোন এনালাইসিস না করে কেউ বাই করতে বললে বাই করে, সেল করতে বললে সেল করে। পরিমাণে কি হয় লস। তাই কোন কথা শুনে বা চার্ট দেখে ঝুকের বসে ট্রেড করবেন না।নিজে যা বুঝেন সেই অভিজ্ঞতা থেকে নিজে ট্রেড করুন।আর শেখার চেষ্টা করুন। আর অন্য অভিজ্ঞদের কাছে জিজ্ঞেস করুন।