আমরা জানি যে, ফরেক্স ফোরামে পোস্ট করে বোনাস পেতে হলে একাউন্ট এটাস্ট করতে হবে উক্ত মাসের ১৫ তারিখের আগে। যদি এমন না করা হয় বা ১৫ তারিখের পরে একাউন্ট এড করা হয় ফোরামে তাহলে কি উক্ত বোনাস দুই মাসের একসাথে পাওয়া যাবে।
আমার এক ফ্রেন্ড তার একাউন্টি ফরেক্স ফোরামে ১৯ আগস্ট ২০২০ যুক্ত করায় আগস্ট মাসের বোনাস পায়নি। ফোরাম কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে পরের মাসে ৮ তারিখের মধ্যে পেয়ে যাবে বোনাস। এমনটি কি কখনও আপনাদের সাথে হয়েছে?