-
ব্যাকাপ এন্ট্রি
আজ আমি কথা বলবো ব্যাকাপ এন্ট্রি নেয়ার ব্যাপারে, যাইহোক একজন নতুন ট্রেডার তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভূল এন্ট্রি নিয়ে পেলে, সেই ক্ষেত্রে তাকে সেই ভুলের মাসুল হিসেবে মোটামুটি লস মেনে নিতে হয়, সেই জন্য এই ভুল এন্ট্রির মাসুল থেকে বাচতে আপনাকে উক্ত পেয়ারে যেদিকে ভুল এন্ট্রি নিয়েচেন তার বিপরিতে একটি ট্রেড /এন্ট্রি নিতে হবে,আর নজর রাখতে হবে আর এস আই এর উপর, আর এস আই এর অবস্হান ভুজে এন্ট্রি ক্লোজ করবেন যতটুকু প্রফিট পান,তার পার আবার সুযোগ বুজে এন্ট্রি নিবেন, এইভাবে আস্হে আস্হে লস ব্যালেন্স ব্যাকাপ করা সম্ভব,
-
ব্যাকাপ এন্ট্রি বা রিভেঞ্জ/কাউন্টার এন্ট্রি সিস্টেম কোন স্মার্ট ট্রেডিং সিস্টেম নয়। তাছাড়া ইনস্টাফরেক্সে বোনাস একাউন্ট পরিচালনার ক্ষেত্রে উভয়মূখী ট্রেড নেয়ার কোন সুযোগ নেই।তবে রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে উভয়মূখী ট্রেড নেয়া যায়। আপনি যদি বোনাস একাউন্ট পরিচালনা করে থাকেন তাহলে একই সাথে উভয়মূখী ট্রেড নেয়ার নিয়ম নেই। এটা করে থাকলে আপনি যখন উইথড্র দিবেন তখন আপনার ট্রেডিং একাউন্ট ব্যান হয়ে যাওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি রিয়েল একাউন্ট পরিচালনা করেন তাহলে আপনি উভয়মূখী ট্রেড নিতে পারেন। তার পরেও বলবো উভয়মূখী ট্রেড নেয়া স্মার্ট ট্রেডিং নয়। আপনি হয়তো একটি ট্রেডে প্রফিট করলেন কিন্তু অন্য ট্রেডে অনেক বেশি লস করতে পারেন। তাই আমাদের একাউন্ট সুরক্ষিত রাখতে এ ধরনের ট্রেডিং অবশ্যই পরিহার করা উচিত।
লস ট্রেড রিকভার করতে গিয়ে একাধিক ট্রেড ওপেন বা রিভেঞ্জ ট্রেড করা বোকামি ছাড়া আর কিছুই নয়। ইতোমধ্যে আমি হাড়ে হাড়ে এর কুফল ভোগ করেছি। আমি এখন পর্যন্ত যতবার ব্যালেন্স হারিয়েছি তার অন্যতম কারণ ছিলো লস রিকভার করতে গিয়ে পুনরায় ট্রেড নিয়া। ভুল থেকে শিক্ষা নিয়ে এমন অবস্থা থেকে বের হয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। আমাদের উচিত কোন ট্রেড লসে গেলে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে অপেক্ষা করা। তাছাড়া লস দীর্ঘমেয়াদী না করার জন্য অবশ্যই এস এল ও টি পি ইউজ করা উচিত। তাতে করে লস হলেও ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকেনা। আপনার যদি ২০০ ডলার ক্যাপিটাল থাকে আর ২% রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে পুরো ব্যালেন্স জিরো হতে হলে প্রায় ১০ টির বেশি ট্রেডে লস করতে হবে। কিন্তু আপনি যে মাপের ট্রেডারই হন না কেনো কখনোই টানা ১০ টি ট্রেডে লস করবেন না। অবশ্যই কিছু না কিছু ট্রেডে আপনি প্রফিট করবেনই। তাই লসকে দীর্ঘমেয়াদি না করে এবং একাধিক ট্রেড ওপেন না করে বরং এস এল দিয়ে ট্রেড ওপেন করা উচিত বলে আমি মনে করি।
-
ভাই সত্য কথা বলতে আপনি আসলে বুঝাতে চেয়েছেন একই পেয়ারে উভয় দিকেই ট্রেডিং সিস্টেম গড়ে তোলা অর্থাৎ দায় এবং সেল দুই দিকেই এন্ট্রি নেওয়া কিন্তু এটি আসলে কোন সফল বা জ্ঞানী ট্রেডার এর কাজ নয় বরং এর মাধ্যমে একজন ট্রেডার তার ট্রেডিং দক্ষ থাকে আরো দুর্বল করে ফেলবে কারণ যখন মার্কেট একদিকেই তার গতিবিধি ধরে রাখে অপরদিকে ট্রেনিং সিস্টেমটি যে পরিমাণ লস থাকে একই পরিমাণ লাভ তার অনুকূলেও থাকে পরবর্তীতে দেখা যায় এর কোন ফলাফল আসে না আবার অনেক সময় মার্কেটের মাঝামাঝি স্থানে সাপোর্ট তৈরি করে তাই আমি মনে করি ভয় দিকে ট্রেড নেওয়া থেকে বিরত থাকা উচিত