ফরেক্স ট্রেডিং এ শিখার কোন শেষ নেই। একটি স্ট্রাটিজি নিয়ে বা একটি ইন্ডিকেটর নিয়ে এই মার্কেটে টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। তাই আমাদের উচিত এই মার্কেট সম্পর্কে বিস্তারিত জানা এবং প্রতিদিন ঘটে যাওয়ার নানা ঘটনার ব্যাপারে তৎপর হওয়া। এই মার্কেটে টিকে থাকতে হলে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে এবং মার্কেটেরে প্রতিদিনের আচরণের মুলসূএ খুজে বের করতে হবে যার জন্য দরকার অধ্যবসায়ী এবং আরো জানার মনোভাব।:1f607:

