-
1 Attachment(s)
গোল্ড [Gold] এনালাইসিস
[ATTACH=CONFIG]12554[/ATTACH]
আসসালামু আলাইকুম।
সবাই নিশ্চয়ই ভালো ও সুস্থ আছেন? বর্তমান পরিস্থিতিতে সুস্থ থাকাটাই একটা বড় নিয়ামত। ইংলিশ ফরেক্স ফোরামের মতও বাংলা ফরেক্স ফোরামে ট্রেডিং জার্নাল আপডেট দেওয়ার অপশন করে নিলাম। এখানে গোল্ড পেয়ারে লাইভ ট্রেডিং আপডেট দেওয়া হবে। আশা করি সবাই সকলের মতামত জানাবেন।
ধন্যবাদ
-
1 Attachment(s)
October 14 - 2020 - 01
[ATTACH]12555[/ATTACH]
হ্যালো সকল ফরেক্স ট্রেডার ভাইয়েরা সবাই আশা করি ভালই আছেন। আমার মতে ভালো তখনই থাকা যায় যখন মার্কেট আমাদের অনুকূলে থাকে। আজ আপনাদের সামনে হাজির হলাম গোল্ড এনালাইসিস নিয়ে। গতকাল বিকাল থেকে হঠাৎ মার্কেট নিম্নমূখী অবস্থান হওয়ায় এটি ১৯২১ থেকে হ্রাস পেয়ে ১৮৮৬ পর্যন্ত স্থির হয়েছে।
এমন অবস্থায় ১৮৯১ তে একটি প্রভিট পয়েন্ট সৃষ্টি হচ্ছে। মার্কেটের এমন অবস্থায় আমাদের প্রথম সার্পোট হলো ১৮৬২ ও দ্বিতীয় সার্পোট হলো ১৮৮১ অপরদিকে আমাদের প্রথম রেসিস্টেন্ট হলো ১৯১৭ ও দ্বিতীয় রেসিস্টেন্ট হলো ১৯৫৯। এমন পরিস্থিতিতে মার্কেট উদ্ধোমুখী হবে আশা করা যায়। যা ১৯২৫ পর্যন্ত উঠতে পারে। তাই বাই দিলে প্রফিট হওয়ার সম্ভাবণা থাকবে।
-
ফরেক্স মার্কেটে সবচেয়ে ঝুকিপুর্ন কারেন্সী গোল্ড এটাই আমার মনে হয়। আমি যতবার গোল্ডে ট্রেড করেছি ততবারই লসের সম্মুখীন হয়েছি । অনেক বেশি অভিজ্ঞ৷ না হলে গোল্ডে ট্রেড না করাই ভালো হবে।