1 Attachment(s)
ইউরো/ ইউএসডি [euro/ usd] এনালাইসিস
অক্টোবর ১৪ - ২০২০ - ০০১
[ATTACH]12556[/ATTACH]
কেমন আছেন সকল ফরেক্স ট্রেডার বন্ধুরা? এই বৃষ্টিময় দিনে ট্রেড ও ঘুম একে অপরের সাথে জড়িত। আজকে আমরা ইউরো ইউএসডি পেয়ারে এনালাইসিস করেছি তা আপনাদের সাথে তুলে ধরলাম। ইউএসডি ইনডেক্স যদি আমরা খেয়াল করি গতকাল ৯৩.১০ থেকে ৯৩.৫০ পর্যন্ত উঠেছে। এই অবস্থায় ইউরো ইউএসডি নিম্নমুখী চালিত হয়েছে।
বর্তমানে মার্কেট ১.১৭২৯৬ তে রয়েছে। আমাদের প্রথম রেসিস্টেন্ট হলো ১.১৭৭৬ ও দ্বিতীয় রেসিস্টেন্ট হলো ১.১৭৯১। মার্কেটের এমন অবস্থায় আমাদের প্রথম সার্পোট হলো ১.১৭২৯ এবং দ্বিতীয় সার্পোট হলো ১.১৭০২। এই অবস্থায় যদি আমরা বাই দিয়ে ট্রেড করি তাহলে প্রফিট হওয়ার সম্ভাবণা বেশী। মানুষ মাত্রই ভুল হতে পারে তাই ভুলত্রুটি হলে সর্ফটদৃস্টিতে দেখবেন।
ধন্যবাদ