বোনাস পাচ্ছি না সমাধান চাই ।
গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের বোনাস এখনো আমার একাউন্টে যোগ হয়নি।আগে কখনো এমন হয়নি।আমি ইমেইল এর মাধ্যমে এডমিন কে জানাই কোন রিপ্লাই পাইনি।যদি আমার একাউন্টে কোন সমস্যা হয় তাহলে তো আমাকে সমস্যা কথা জানাবে।মনে হচ্ছে এডমিন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।যদি করনার কারনে বোনাস দিতে সমস্যা হয় সেই করনের এক মাসের বোনাস পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দেওয়া কথা।কিন্তু আমার বেলায় তা হয়নি।মানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।বোনাস না দিলে কোন সমস্যা নেই বলে দিলে অযাথা সময় নষ্ট করতাম না।আর কে কে এই সমস্যা ফেস করছেন আবশ্যই কমেন্টে করে যানাবেন