1 Attachment(s)
আমেরিকার নির্বাচনে ফরেক্স মার্কেটে কিরূপ প্রভাব ফেলতে পারে?
[ATTACH=CONFIG]12661[/ATTACH]
বিশ্বের যে কোন দেশের নির্বাচনে উক্ত দেশের কারেন্সির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আর এরই পরিপেক্ষিতে আগামী ৩ নভেম্বর ২০২০ সালে ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। এবারের নির্বাচনে রিপাবলিক পার্টির হয়ে নির্বাচন করবেন বর্তমানের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্ট্রেড পার্টির হয়ে নির্বাচন করবেন জোর বাইডেন। যিনি বারেক ওবামার ক্ষমতা কালে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত ছিলেন।
এ নির্বাচনে ইউ এস ডি ইনডেক্সের উপর ও গোল্ডের উপর কি প্রভাব ফেলতে পারে?