Originally Posted by
abdulkuddus80
আজ কে আমি একটি বিষয়নিয়ে আলোচনা করবো, সেটি হচ্চে সিগনাল ক্রয়/বিক্রয়,
এমন কিছু প্রতিষ্ঠান আছে / ব্যাক্তি আছে -যারা ফরেক্স সিগনাল ক্রয় বা বিক্রয় করে থাকেন নির্দিষ্ট ডলারের বিনিময়ে, যারা নিজেদের এনালাইসিস এ অনেকটা দুর্বল, তাদের জন্য সিগনাল ক্রয় করতে পারেন, তবে সিগনাল ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কোন ব্যাক্তি থেকে ক্রয় করতেচেন -নাকি কোনো ফরেক্স প্রতিষ্ঠান থেকে, অবশ্যই প্রতিষ্ঠান হলে ভালো হয়।
অবশ্যই উক্ত বিষয় বিবেচনা করে ক্রয় করবেন,
আশা করি ভালো করতে পারবেন।