মার্কেট কেন বার বার আমার সাথেই এমন করে?
আপনি একটা ট্রেড দিলেন আর তখন থেকেই মার্কেট আপনার বিপোরিতে যেয়ে আপনার স্টপ লস নিয়ে আবার মার্কেট এর গতিতে চলতে থাকে। শুধু আপনার সাথে নই মার্কেট সবার সাথেই একি আচরন করে। এই আচরনের সাথে আপনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন না বলে মনে হয় আপনার সাথেই এরকম আচরণ করে। আপনি যেখান থেকে লস করছেন আরেকজন দেখেন সেখান থেকেই লাভ নিয়ে বেরিয়ে যাচ্ছে।একটা কথা চিন্তা করেন তো একটা মেজর মার্কেট এর এভারেজ বাৎসরিক মুভমেন্ট রেঞ্জ কত? ১০০০-২০০০ পিপ্স। আমরা জানি একটা পেয়ার এক বছরে এই পিপ্স এর ভিতরে অনেক বার বার আপ হয় আবার অনেক বার ডাউন হয়। আর আপনি এই মার্কেট এ কি করতে এসেছেন ব্যবসা করে টিকে থাকতে তাই না? তাহলে মার্কেট ৫০০ পিপ্স বিপোরিতে গেলে আপনি হতাশা গ্রস্থ হয়ে যান কেন? এক মাসে ৫০০ পিপ্স একদিকে যেতেই পারে। ট্রেন্ড দেখুন কি কারণে গেল বুঝার চেস্টা করুন। আর এই মুভমেন্ট এ ডেইলি ট্রেন্ড এর পরিবর্তন হয়েছে কিনা দেখুন। পরিবর্তন হলে নিজের মুভমেন্ট ও চেঞ্জ করে নিন আর না হলে আগের মতই ভাবুন। একটা মার্কেট এর ডেইলি ট্রেন্ড চেঞ্জ হউয়া অত সহজ না ভাইজান। চেঞ্জ হলে অনেক বোঝার সুযোগ দিবে আপনাকে যে আমি চেঞ্জ হলাম বা হব বা হচ্ছি। তবে কিসের এতো টেনশন? নিজের গন্ডির পরিধিকে বাড়ান। মার্কেট কে সবসময় ১০০০-২০০০ পিপ্স মুভমেন্ট মনে করে ট্রেড করুন। ব্যাকআপ রাখুন। লট সাইজ কম রাখুন। ১০০০ ডলার এ আমার মতে ০.০১ লট ই ভাল এর বেশি যে নিবে সে তার ট্রেড স্ট্রাটেজি হিসেবেই করবে।