ফরেক্সে প্রফিট করতে করণীয় কি?
আমাদের ফরেক্সে আসার প্রধান উদ্দেশ্য হলো প্রফিট করা বা উপার্জন করা। ফরেক্সে প্রফিট করতে সবচেয়ে গুরুত্বপুর্ন যে বিষয়টি তা হলো নিজের ভুলগুলো খুঁজে বের করা এবং সেই অনুযায়ী নিজেকে সংশোধন করা। আপনার ছোট খাটো ভুলগুলোকে বাড়তি গুরুত্ব দিতে হবে। প্রতিটি লস ট্রেডের ভুলগুলো নোটডাউন করুন। পরবর্তী ট্রেডে যাওয়ার আগে ঐ ভুলের কারন অনুসন্ধান করে ট্রেড ওপেন করুন। আমরা অনেকেই এমনটা করি না বিধায় ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারি না। আমরা সবসময় শর্টকাট পন্থা অবলম্বন করি তাই বেশিরভাগ সময়ে লস করে থাকি। শর্টকাটের বিষয় গুলো মাথাথেকে ঝেড়ে ফেলুন নতুবা আপনি কখনো লসের বৃত্ত থেকে বের হতে পারবেন না।