অক্টোবরে চীনের রফতানি চাঙ্গা আমদানিতে শ্লথগতি
গত অক্টোবরে চীনের রফতানি ১৯ মাসের মধ্যে সর্বোচ্চে দাঁড়িয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর ধাক্কা কাটিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটি যে ঘুরে দাঁড়াচ্ছে, শনিবার প্রকাশিত উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে। খবর রয়টার্স ও এএফপি।
চীনের শুল্ক বিভাগ গতকাল জানায়, প্রথম ১০ মাসে চীনের যন্ত্রপাতি ও বৈদ্যুতিক পণ্য রফতানি বেড়েছে। এছাড়া ফেস মাস্কসহ বস্ত্র রফতানি গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেড়েছে।
গত অক্টোবরে চীনের রফতানি আগের বছরের একই মাসের চেয়ে ১১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল অবশ্য ৯ দশমিক ৩ শতাংশ। গত সেপ্টেম্বরে চীনের রফতানি বেড়েছিল ৯ দশমিক ৯ শতাংশ।
রফতানি বৃদ্ধির জেরে অক্টোবরের বাণিজ্য উদ্বৃত্তি ৫ হাজার ৮৪৪ কোটি ডলারে দাঁড়িয়েছে, রয়টার্সের পুলের পূর্বাভাস ছিল যেখানে ৪ হাজার ৬০০ কোটি ডলার। গত সেপ্টেম্বরে উদ্বৃত্তি হয়েছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩৭ কোটি ডলার। গত সেপ্টেম্বরে বাণিজ্য ঘাটতি ছিল ৩ হাজার ৭৫ কোটি ডলার।
চিকিৎসাসামগ্রীর শক্তিশালী চাহিদার ওপর দাঁড়িয়ে কভিড-১৯ মহামারীর মধ্যেও চীনের রফতানি চাঙ্গা রয়েছে। সাংহাইভিত্তিক ব্যাংক অব কমিউনিকেশনসের বিশ্লেষক লিয়ু জুয়েজি বলেন, প্রত্যাশার চেয়ে রফতানি প্রবৃদ্ধি হয়েছে এবং অর্থনীতিতে দৃঢ়তার সাক্ষ্য দিচ্ছে।
ফেস মাস্কসহ কভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন স্বাস্থ্যপণ্য রফতানির জেরে ২০২০ সালের বাকি অংশেও চীনের রফতানি চাঙ্গা থাকবে বলে মনে করেন লিয়ু।
বণিক বার্তা