যারা অনেক দিন যাবৎ ফরেক্স এর সাথে জড়িত তারাও মাঝে মধ্যেই ধরা খেয়ে যায় এমন না কিন্তু যে তারা এনালাইসিস ছাড়া ট্রেড করে তাই নতুন যারা আছেন ফরেক্স করছেন বা শুরু করার চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্য বলা নিয়ম-কানুন গুলো ফলো করুন তারপর ও লস খাইলে মনকে তো শান্তনা দেয়া যাবে।