ফরেক্স কি সফল নাকি ব্যর্থ?
আমি বলবো, ফরেক্স তার নিজের জায়গা থেকে পুরোপুরি সফল। ফরেক্স সফল নাকি ব্যর্থ এটা সম্পুর্নভাবে নির্ভর করে ট্রেডারদের সফলতা ও ব্যর্থতার উপর। ট্রেডাররা সফল হলে ফরেক্স সফল আর ট্রেডাররা ব্যর্থ হলে ফরেক্স ব্যর্থ। ফরেক্সের নিজস্ব কোন সত্তা নেই, ট্রেডাররাই এর সত্তা। তবে অন্যভাবে দেখলে বলা যায় ফরেক্স সফল্ । কেননা অনেকের মাঝেই ফরেক্স সফলতা এনে দিয়েছে। তাই বলা যায় ফরেক্স তার নিজ অবস্থান থেকে সফল। ট্রেডারদের মধ্যেমে ফরেক্স তার নির্দিষ্ট লক্ষ অর্জনের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই মানুষের মাঝে তার গ্রহসযোগ্যতা তৈরি করে ফেলেছে। ট্রেডার যদি দক্ষ হয়ে তাহলে ফরেক্ম সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করে সহজেই সঠিক ট্রেড নিয়ে অর্থ উপার্জন করতে পারে তাহলে ফরেক্স সফল। ধন্যবাদ।