খুব সহজ, দুইটি ডেমো একাউন্টে এক সাথে একটায় বাই আরেকটায় সেল। মার্কেট মুভ করলেই একটায় প্রফিট আসবে আর আরেকটায় লস হবে। যেটায় প্রফিট আসবে সেটার স্ক্রিনশট রেডি হয়ে গেলো। এখন চাইলে রানিং ট্রেড প্রফিটে আছে দেখাতে পারবেন আবার চাইলে ক্লোজ করে প্রফিট হয়েছে এটাও দেখাতে পারবেন। এভাবে চাইলে প্রতিদিন প্রফিটের স্ক্রিনশট দিতে পারবেন।